কিভাবে এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করে ইন্সটল করবেন।

খুব সহজ  উপায়ে আপনি চাইলে এডোবি ফটোশপ ( Adobe Photoshop) এবং এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) ডাউনলোড করে  ব্যবহার করতে পারবেন। এখন ব্যপার হচ্ছে কোন ভার্সন Download করবেন। দেখুন Adobe প্রতিষ্ঠান অনেক গুলো ভার্সন প্রকাশ করেছে, তবে লেটেস্ট ভার্সন Download  করা ভাল। কারন সেখানে অনেকগুলো সুবিধা পাবেন, যা পুরাতন ভার্সন এ নাও পাওয়া যেতে পারে।

Latest Version আপনারা এডোবি ওয়েবসাইট এ দেখেতে পারবেন অথবা গুগলে সার্চ করেই দেখতে পারবেন এখন কোন ভার্সন চলছে।

চলুন এবার ডাউনলোড করা যাক।

Watch YouTube Video

আমি সাধারণত টরেন্ট সাইট হতে সফটওয়্যার, মুভি এগুলো ডাউনলোড করে থাকি, ত আমি আপনাদেরও এরকমই সাজেস্ট করছি। টরেন্ট সাইট হতে ডাউনলোড করতে হলে আপনাদের  ফ্রি  বিট কমিট  ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করে ইন্সটাল করে নিতে হবে।

Download bitcomet And Install 

 

বিট কমিট ইন্সটল হয়ে গেলে এবার চলুন জাওয়া যাক, টরেন্ট ওয়েবসাইট  The Piratebay

Search With Adobe or Adobe Photoshop  and press Keyboard Enter. আপনি যা Download করতে চান তাই লিখি সার্চ করুন

এবার, আপনি গুগল এর মত অনেকগুলো ফলাফল দেখতে পারবেন, তার মধ্যে সবচেয়ে ভালো টা  বেছে নিন।

এই লিঙ্ক এ ক্লিক করার পর, GET THIS TORRENT এ ক্লিক করুন, বিট কমিট ওপেন হাওয়া জন্য একটা ডায়লগ বক্স আসবে

ক্লিক  Open BitComet.. এবার আপনার বিট কমিট ওপেন হয়ে, Download শুরু হয়ে যাবে

 

পরবর্তী ধাপ কিভাবে ইন্সটল করবেন। 

 

Leave a Comment