ফটোশপে পেনটুল এর ব্যবহার

এই ফটোশপ টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে ফটোশপে পেনটুল এর ব্যবহার করতে হয়। তাহলে আসুন আমারা ফটোশপে পেনটুল এর ব্যবহার শিখি।

প্রথমে, আমরা জানবো পেন টুল এর সাধারন কিছু বিষয় আমরা শিখবো পেন টুল দিয়ে path , curvature পরিবর্তন এবং anchor পয়েন্ট স্বমনয় করা

পরবর্তীতে, নিচের পৃষ্টায়, আমরা আমাদের নতুন পেন টুলের দক্ষতা ব্যবহার করে ছবি কাটবো এই দক্ষতা টা অনেক প্রয়োজনিয় জানার জন্য, যখন ফটোশপ [ Adobe Photoshop] ব্যাবহার করা হবে এবং এটা illustrates এর অভ্যন্তরীন শক্তি বা সর্বাধিক ব্যবহৃত এই পেন টুল

সর্বশেষ, আমরা দেখবো কিভাবে একটা প্যাথ তৈরি করতে হয় পেন টুল দিয়ে এবং কিভাবে পেন টুল  ব্যাবহার করে custom shapes তৈরি করা যাই   custom shapes টা vectors যার জন্য এটা পিক্সেল বা কম গুনমান হয় না আবার এটি একটি নিপুন দক্ষতা, আপনি এটা শেষ সময় পর্যন্ত ব্যাবহার করতে পারেন

 

পড়ুন – কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায়

সাধারন পেন টুল এর ব্যবহারঃ

ফটোশপ পেন টুলে আপনি পাবেন ৩ টি অপশন: একটি নতুন work path তৈরি করা, একটি নতুন shape স্তর তৈরি করা, এবং fill পিক্সেল

  • shape
  • path
  • pixels
     Photoshop pen tools.

শর্টকার্ট কমান্ড [P]

আমরা Create a new work path অপশন ব্যবহার করতে পারি যা সর্বাধিক ব্যবহার করা হয় আপনি এই অপশন টি খুজে পাবেন ফটোশফ window এর উপরের বাম পাশে

 

নিচের ছবিতে দেখুন:

Photoshop pen tools path

selection টুল এর মত পেন টুলের ও বিভিন্ন রকম অপশন অছে resulting প্যাথ এর জন্য সর্বাধিক ব্যাবহার হয়add to path area

 

নিচের ছবিতে দেখুন:

Photoshop pen tools

 

আপনার পেন টুল সিলেক্ট করুন এবং click করুন একটি ফাকা canvas আমি নিচে যেভাবে করেছি ঠিক সেই ভাবে।  অপনি যতবার click  করবেন ততবার নতুন একটি করে anchor পয়েন্ট তৈরি হবে

 

শhift চেপে ধরেন, মাউস অন্যত্র নিয়ে আবার ক্লিক করেন Shift চেপে ধরার কারনে একটি সরল বা সোজা রেখার anchor পয়েন্ট তৈরি হবে শেষ anchor পয়েন্ট থেকে

ঠিক এমনটা তৈরি হবে:

 

আমরা anchor Point add এবং delete করতে পারি, যা আমরা তৈরি করেছিলাম প্যাথ এর উপর টুল বার এর পেন টুলের উপর Right click  করলে বিভিন্ন টুলস দেখাবে ব্যবহার করুন add এবং delete anchor point টুল এইভাবে

     

 

আমি delete anchor point টুল ব্যাবহার করেছি ৪র্থ  anchor point মুছে ফেলার জন্য

 

এখন চলো দেখে নেই কিভাবে convert point tool  দিয়ে রেখার পরিবর্তন এবং anchor point অনত্র নেয়া যাই

 

convert point tool  দিয়ে ২য় anchor point  এর উপর ক্লিক করে টানতে হবে মাউস চারদিকে ঘুরিয়ে দেখ এর রেখাতে কি affect পড়ছে যে রেখা টি তৈরি হল তা কে বলে Tangent রেখা Tangent line গুলো নিয়ন্ত্রন করা হয় রেখার curvature দ্বারা

 

 

Tangent line এর শেষে ক্লিক করে ধরে টানুন

 

এইভাবে Tangent line অর্ধেক করে সুন্দর path পরিবর্তন তৈরি করা যাই

 

Path কে সড়াতে টুলবার থেকে path component selection tool  নির্বাচন করেতে হবে এবং path এর নতুন স্থানে টানতে হবে

 

Delete করুন path . . right ক্লিক করুন path এর উপর এবং নির্বাচন করুন Delete path .

অবশেষে, আপনার pen tool দিয়ে টি anchor points তৈরি করুন অবশ্যই ২য় ক্লিক ছাড়া যাবে না, ক্লিক করে টানুন এবং tangent line তৈরি করুন Tangent line টা affect ফেলবে পরবর্তি anchor point যেটি আপনি তৈরি করবেন

অতএব এটাই সাধারন ধারনা ফটোশপ পেন টুল এর ।

চেষ্টা করুন, প্রথম প্রথম সবার কাছে পেন টুল এর ব্যবহার বা  কৌশল টা একটু কঠিন মনে হতে পাড়ে তবে এটি অনেক মজার একটু টুল এটি দিয়ে অনেক মজার মজার shapes তৈরি করা যাই

 

ভাল লাগলে শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন

Leave a Comment