৮ FACEBOOK LIVE টিপস, শ্রোতাদের কাছে আকর্ষণ করুন আপনার লাইভ ভিডিও।

আপনি কি Facebook Live এ যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আপনি কি জানেন এটা কেমন গুরুত্বপূর্ণ, শ্রোতাদের সঙ্গে একটি  লাইভ সংযোগ তৈরি করা।

আপনি বা আপনার কোম্পানির সুনাম ও আস্তা বিদ্ধি করার জন্য ফেসবুক লাইভই অপরিহার্য।

আমারা যেন তেন ভাবেই ফেসবুক এ লাইভ যাচ্ছি যেটা মটেও ঠিক না, কারন আপনাকে সবাই লাইভ দেখছে।

এখানে আপনার ব্যক্তিতের বিষয় টা অবশ্যই জারিত থাকে। যদি আশানুরূপ ফেসবুক লাইভ না পাওয়া যাই তাহলে আপনার বন্ধু-বান্ধবদের কাছে আপনার জনপ্রিয়তা হারাতে পারে।

Facebook Live Tips

আপনি সফল ভাবে দারুন একটা ফেসবুক লাইভ করতে পারেন। কারন, করো সাথে সংযোগ তৈরি করার জন্য এখন আমাদের কাছে সহজেই সহজলভ্য অনেক উন্নত সরঞ্জাম আছে।

কিন্তূ কিভাবে নিশ্চিত হবেন আপানর ভিডিও টি আকর্ষক  হচ্ছে?

এখানে কিছু টিপস আছে যা আপনাকে সঠিক নির্দেশনা দিবে।

Facebook live aim

০১। Facebook Live এ যাওয়ার বিষয়/লক্ষ্য নির্বাচন করুনঃ কোন উদ্দেশ্য ছারা আমারা কিছুই করি ধরুন আপনি বন্ধুদের সাথে FUN অথবা হতে পারে প্রোডাক্ট মার্কেটিং, কোন প্রচারণার জন্য Facebook Live এ যাচ্ছেন।

তাই যে উদ্দেশ্যে Facebook Live এ যাচ্ছেন সেটা সম্পর্কে একটু ধারনা থাকলে শ্রোতাদের বেশী আকর্ষণ করা যায়।

০২। ভাল ভিডিওর জন্য কিছু সরঞ্জাম বিনিয়োগ বিবেচনাঃ  এটা অনেক গুরুত্বপূর্ণ ভাল ভিডিও আপনাকে অনেক প্রোফেসনাল এবং আকর্ষণীও করে তুলবে। আপনি

Facebook live Camera

যেখান হতে Facebook live করবেন সেই রুমটা আলোকিত হওয়া লাগবে।

ঠিকমত চেক করে নিন আপনার মাইক্রফোন ঠিক মত কাজ করে কিনা।

tech bangla facebook live

০৩। নিজেকে অনেকর কাছে সম্প্রচারিত করুনঃ আপনি কোন পেজ বা গ্রুপ বেছে নিতে পারেন যেখানে আপনি অনেক ভিজিটর/শ্রোতা পাবেন।

কারন Facebook live আপনার ব্যক্তিগত বা কোন সম্প্রচারকে অনেক প্রসারিত করে, যেটার একমাত্র লক্ষ্য কতজন শ্রোতা আপনার Facebook Live দেখছে।

facebook live group

০৪। অনুশীলন এবং প্রস্ততিঃ  Facebook live এ  যাওয়ার পূর্বে আপনি নিশ্চিত হন আপনাকে পরিষ্কার ভাবে দেখতে বা শুনতে পাচ্ছে কিনা।

আপনার অবস্থান টা ঠিক আছে কিনা দেখে নিন।

যখন আপনি ফেসবুক লাইভ এ থাকবেন ফোন গ্রহণ করা থেকে বিরত থাকুন।

ভিডিও  ব্যাকগ্রাউন্ড অনেক গুরুত্ত বহন করে। এমন ব্যাকগ্রাউন্ড নির্বাচন করুন যেন মিনিমাম হয়। মানে শ্রোতা আপনার দিকে না তাকিয়ে যেন ব্যাকগ্রাউন্ড এর দিকে না তাকিয়ে থাকে। লাইভ এর বিষয় বস্তুর দিলে দৃষ্টি আকর্ষণ করানই মূল লক্ষ্য।

উধাহরন

Facebook live guide

ভাল এবং স্ট্রং ইন্টারনেট সংযোগ নির্বাচন করুন। ফেসবুক লাইভ  টেস্ট করার জন্য  Privacy সেটিং এ “Only me” করুন এবং দেখুন সবকিছু ঠিক ঠাক আছে কিনা।  যখন দেখবেন সব কিছু ঠিক আছে

তখন পাবলিক করে দিতে পারেন।

Good Connection 

Facebook live tips

 

০৫। ভিডিও সংক্ষিপ্ত করুনঃ  সংক্ষিপ্ত বলতে আমি এখনে কি বুঝিয়েছি একটু লক্ষ্য করুন।

ভিডিওর শুরুতে শুধু মাত্র আপনি ১০ দর্শক পেতে পারেন কিন্তু ৪ মিনিট পর ১০০ হতে পারে।

৮ মিনিট এর মধ্যে ২৫০ ও হতে পারে।

এবার দেখুন সবচাইতে জনপ্রিয় কিছু সময় যেখানে Facebook Live অনেক কার্যকর। যেটা FACEBOOK Recommend  করে থাকে।

২-৩ মিনিট
১০ মিনিট
২০ মিনিট

২০ মিনিট এর বেশী ফেসবুক লাইভ এ গেলে অনেক সময় স্রোতা বিরিক্ত হতে পারে। তবে কোন ইভেন্ট বা সেমিনার এর ক্ষেত্রে সেটা অন্য বিষয়।

০৬। আত্মনির্ভরশীলঃ অনেকে ক্যামেরার সামনে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাই Facebook Live এর পূর্বে নিজেকে পরিপূর্ণ  আত্মনির্ভরশীল করে ফেসবুক লাইভে যান।  এবং নিজেকে রিলাক্স রাখার চেষ্টা করুন।

০৭। দর্শকদের মন্তব্যে উত্তর দিনঃ আপনি কি দর্শকদের লাইভ এ অনেক্ষন রাখতে চান?

তাহলে Facebook Live এই থাকুন। স্রোতা যদি তার কমেন্ট এর কোন রেপ্লাই না পাই তাহলে সে আপনাকে নাও দেখতে পারে এবং ভবিষ্যতে আপনার লাইভ হয়ত দেখবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

ফেসবুক বিশেষ  পরামর্শ দিয়েছে অনন্ত ১০ মিনিট ফেসবুক এ লাইভ থাকার জন্য।

চিন্তা করুন অধিক সময় Facebook Live এ আপনার বেশী স্রোতা পাবার সম্ভাবনা থাকতে পারে। তবে ১৫ থেকে ২৫ মিনিট সবচেয়ে ভাল।

০৮। ফলাফল বিশ্লেষণঃ  Facebook Live দুটি বিশেষ ধরনের মেট্রিক যোগ করেছে। আপনি দেখতে পাবেন কতজন মানুষ আপনাকে দেখেছে কে কে মন্তব্য করেছে।

অর্থাৎ একটি চলমান গণনা সহ মোট সংখ্যা দেখতে সক্ষম হবেন।

facebook-live-stats

Now Just Enjoy Facebook Live video

লেখাতে কোন ভুল হলে পরামর্শ দিবেন। লেখাটি পড়ার উন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

5 thoughts on “৮ FACEBOOK LIVE টিপস, শ্রোতাদের কাছে আকর্ষণ করুন আপনার লাইভ ভিডিও।”

Leave a Comment